ফয়সাল এলাহীঃবস্তাভর্তি ১২০ লিটার চোলাই মদসহ নুর নাহার বেগম প্রকাশ নুরুন্নাহার (৫১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ মে) সকালে নগরের কোতোয়ালী থানার বিআরটিসির জামতলা বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নুরুন্নাহার কুমিল্লার চর্থা এলাকার মোহাম্মদ হাছানের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিআরটিসির জামতলা বস্তির নুর নাহার কলোনিতে অভিযান চালানো হয়েছে। এসআই আবদুর রহিমের নেতৃত্বে অভিযানে স্যালাইনের প্যাকেটে ভরা ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এ ছাড়াও কোতোয়ালী থানার তার বিরুদ্ধে ৬টি মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post