হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন আকিব, পিতা,মোহাম্মদ আকবর হোসেন,হোসেন মাঝির বাড়ি,দক্ষিণ নিশ্চিন্তাপুর,সমিতিরহাট ইউনিয়ন, ফটিকছড়ি, চট্টগ্রাম ।সে একজন মুমূর্ষু রোগী।প্রায় সাত মাস যাবত সে ব্রেন টিউমার এবং পাকস্থলীতে টিউমারে আক্রান্ত। তাহার অবস্থা খুবই খারাপ।সে নাঙ্গলমোড়া শামসুল উলুম সিনিয়র মাদ্রাসা হতে কোরানে হাফেজ সমাপ্ত করেছে। তাহার পিতা একজন হতদরিদ্র মানুষ।বিভিন্ন বাজারে পুরাতন কাপড় বিক্রি করেন।তাহার মনে অনেক স্বপ্ন ছিল ছেলেটি কোরান হাফেজ হবে।কিন্ত নিয়তি তাহার এই মধুর স্বপ্নের মাঝে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।বড় সংসারের কর্তা হিসেবে তাহার পিতা আজ দুইচোখে অন্ধকার দেখছেন।পুত্রের চিকিৎসার জন্য আমাদের কাছে এসেছেন। আসুন সকলে মিলে এগিয়ে আসি এই কোরানে হাফেজ অধ্যয়নরত শিশুটিকে বাঁচিয়ে তুলতে সামান্য সাহায্যের হাত বাড়াই। আমরা শিশুটির বাবার নামে বিকাশ একাউন্ট এবং ব্যাংক একাউন্ট করেছি।যাহারা সাহায্যের হাত বাড়াতে চান নিম্ন ঠিকানায় সহায়তা করতে পারবেন। Mohammed Akbar Hossen Yeasmin akter 04434002495 Standard Bank Ltd Nangalmora Branch Chittagong রোগীর পিতার বিকাশ নাম্বার,01823346756 যে কোন তথ্যের জন্য যোগাযোগঃ চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ ইমন সমিতিরহাট ইউনিয়ন, ফটিকছড়ি, চট্টগ্রাম। মোবাইল 01827632813 @আহমদ কবির দুলাল সাধারণ সম্পাদক রেয়াজুদ্দিন বাজার তামাকুমন্ডী লেইন বণিক সমিতি,চট্টগ্রাম। মোবাইল, 01614237575- বিজ্ঞপ্তি