কবিতা=বাংলাদেশের পুলিশ বাহীনি আত্ম সম্মান, বড় বড় চোর ডাকাত ঝুটিওয়ালা মাস্তান ,অসহায় আদর্শ সুশাসক পুলিশের আওতায়। ধন্য ধন্য পৃথিবীতে মাগো তুমি ধন্য,আদর্শ সন্তান সুশাসক পুলিশের জন্য। চোর ডাকাত মাস্তান পুলিশ শব্দ শুনল, রাস্তা খোজে সময়ে সতর্ক সাবধান। পুলিশই বন্ধু সকাল,দুপুর,রাত্রিবেলা চোর ডাকাত সন্ত্রাসীদের হুমকিই রাখেনা বন্দুক। ধন্য ধন্য পৃথিবীতে মাগো তুমি ধন্য , আদর্শ সন্তান সুশাসক পুলিশের জন্য। ঝাপিয়ে পড়ে অগ্নিকান্ডে সমুদ্র অথৈ , সাগরে গর্জে ওঠো মাদক দ্রব্য , অসামাজিক কর্মে দেশদ্রোহী , চোর ডাকাত সন্ত্রাসী মাস্তানের বিরুদ্ধে। ধন্য ধন্য পৃথিবীতে মাগো তুমি ধন্য , আদর্শ সন্তান সুশাসক পুলিশের জন্য। মা তোমার আদরের সন্তান হারিয়েছে পুলিশ আত্ম বিসর্জনে বেরিয়েছে সন্ধানে। ধন্য ধন্য পৃথিবীতে মাগো তুমি ধন্য , আদর্শ সন্তান সুশাসক পুলিশের জন্য। ধর্ষণ রক্তাক্ত রয়েছে রাস্তায় জঙ্গলে সংবাদ , শুনে তখনি পুলিশ গিয়েছে সেখানে। তুমি নির্ভিক তুমি সাহসী সততায় বন্ধু ,শান্তি শৃংঙ্খলা আত্মমর্যাদায় আজ বিশ্বে বাংলাদেশের , পুলিশ বাহীনি আত্ম সম্মানে। ধন্য ধন্য পৃথিবীতে মাগো তুমি ধন্য , আদর্শ সন্তান সুশাসক পুলিশের জন্য।কবি -তাজ উদ্দীন