জনতার কলামঃশারদীয়া শুভেচ্ছা-২০১৮ ধর্ম যার যার উৎসব সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে চলছে সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠ শারদীয়া দূর্গোৎসব।আর এ উৎসবে আনন্দে পুরিপুণ্য সারাদেশে। চলছে পুজা,ভক্তি, আরতি,ভোগ,নৃত্য প্রশাদ বিতরণ, দানও দক্ষিণা,বিশ্ব শান্তি ও সৃষ্টি রক্ষার মঙ্গল কামনা।তাই সকলের কাছে পুজোর আনন্দ কাটুক মহানন্দে।সাদা শরতের কাশ ফুলের মত ভরে উঠুক দেশ।তাই দেশের শান্তি ও মঙ্গলের কামনায় পীরগঞ্জউপজেলা বাসী সহ সারদেশবাসীকে জানাই শারদীয়া শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছান্তে-গীতি গমন চন্দ্র রায় গীতি সভাপতি পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পীরগঞ্জ,ঠাকুরগাঁও।
Discussion about this post