চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন, ১৫ আগস্ট বাঙ্গালী জাতির জীবনে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা থেমে থাকেনি। যখন তারা পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালিত করেছিলো তখন জয়বাংলা স্লোগান দেয়ার মতো কাউকে খুঁেজ পাওয়া ছিলো কষ্টকর। তিনি আরো বলেন, শুধু শোক দিবসের আনুষ্টানিকতা পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন ও ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে। ভুলে গেলে চলবে না ঘাতকদের দোসররা এখনো এই দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। ২৮ আগস্ট মঙ্গলবার বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও সকল শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ রবি ।
বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন,সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস.এম.সেলিম, সহ সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হাসান, রিদুয়ান হক টিপু, পেপাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজু আহমদ পাভেল, পৌরসভা আওয়ামীলীগের সহ সভাপতি ইউছুপ মাষ্টার, এম এস আলম, জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাদাৎ সয়েম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হোসেন মাহমুদ, সাধারন সম্পাদক খালেদ মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন, সাদ্দাম হোসেন,দিদার আলম, মোহাম্মদ রিদুয়ান, ডা. উত্তম চৌধুরী, প্রসাদ দাশ বাবু, জোরশেদ আলম মেম্বার, শ্যামল সিংহ, আবু ছৈয়দ, মিজানুর রহমান টিপু, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন, রোকন উদ্দিন, হোছান উদ্দিন রোকন, বক্তেয়ার হোসেন, খলিলুর রহমান, রোকন উদ্দিন ও ইকবাল হোসেন প্রমুখ ।
Discussion about this post