জনতার কলামঃএক ইতিহাসবিদ ভাতিজা কইলো, “বঙ্গবন্ধু শেখ মুজিব কি মুক্তিযুদ্ধ করছে? জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার।
উত্তরে তাঁর বৃদ্ধ বয়সী চাচায় কয় “দিমু এক থাপ্পড়,বঙ্গবন্ধু শেখ মুজিব হইলো মুক্তিযুদ্ধের জন্মদাতা।
তুই কি কোনদিন স্কুলের প্রতিষ্ঠাতাকে ক্লাস নিতে দেখছস, ভাতিজা বললো না, তাইলে বেতনভোগী ক্লাস টিচারের লগে স্কুলের প্রতিষ্ঠাতার তুলনা দিস কেমনে?
তখন ভাতিজা খানিকটা মিন মিন কইরা পুনরায় কইলো “বঙ্গবন্ধু শেখ মুজিব তো যুদ্ধের সময় পাকিস্তানে ছিল, চাচায় কয়, “হ !
বাংলাদেশ জন্ম দেওয়ার অপরাধে বঙ্গবন্ধু শেখ মুজিবরে পাকিস্তানী আর্মি ধইরা নিয়া গেছিল।