৭১ বাংলাদেশ প্রতিবেদকঃমানবাধিকার ও সমাজ কর্মী সাংবাদিক শিব্বির আহমদ ওসমান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সহ সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মনোনীত হওয়ায় বিভিন্ন পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান। ১৪জানুয়ারি সোমবার বিকাল ৩টার দিকে বাংলাদেেশের ২য় বৃহত্তম বাণিজ্যিক শহর চট্টগ্রামের কদম তলিস্থ ৪৪৯ ডিটি রোডের পাশে আবুল কাশেম কমপ্লেক্সের ২য় তলায় দি এস আর ট্রান্সপোর্ট সার্ভিসের হল রুমে এ অনুষ্টান অনুষ্টিত হয়। এতে উপস্থিত থেকে অনুষ্টানকে আলোকিত করেন,সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোরশেদুল আলম চৌধুরী, দৈনিক যায়যায় কাল পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ সবুর,সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি মো:কামাল হোসেন,সাংবাদিক কল্যাণ সোসাইটির চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও দৈনিক বিজয় পত্রির চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় প্রধান আবদুল্লাাহ আল মামুন, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ আলমগির নুর,দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার সম্পাদক শেখ সেলিম,অভিনেত্রী শান্তা পাল,অভিনেত্রী শাবরিনা সাবা,অভিনেত্রী রুমা আক্তার মুন,দৈনিক প্রিয় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রোজি চৌধুরী, দৈনিক প্রিয় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সমির পাল,দৈনিক যায়যায় কাল পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি ডেইজি আক্তার ও শহিদুল ইসলাম,চট্টগ্রাম রিপোর্টার ইউনিটির জয়েন সেক্রেটারি মো:মাসুদ,অভিনেতা ও ডিরেক্টর দৈনিক তছলিম হাসান হৃদয়,চট্টগ্রাম নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, কাভার্ড ভ্যান আন্তজিলা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, বিশিষ্ট ব্যাবসায়ী নুর মোহাম্মদ মধু,আলতাফ হোসেন ও জে আলম জিয়া প্রমুখ। উপস্থিত অতিথিরা বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা।এই পেশায় যে কেউ স্থান পায়না।এই পেশায় আসতে ব্যাতিক্রম মেধা ও সৎ সাহসের প্রয়োজন।কারণ এই পেশায় যারা আসে তাদেররকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে মোখাবেলা করতে হয়। তারা আরো বলেন,সাংবাদিকরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতা সার্বভোত্বের অতন্ত্র প্রহরীর হিসেবে সাংবাদিকরা ভূমিকা পালন করে আসছে।এমনকি রাষ্ট্রীয় ও রাষ্ট্রীয় বহির্ভুত সমস্ত কর্মকান্ড সঠিকভাবে পরিচালিত হওয়ার পিছনে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। সম্বর্ধিত অতিথি শিব্বির আহমদ ওসমান সকলের কাছে দোয়া চেয়ে বলেন,আমি এমন একটি দায়িত্বের ভার কাধে নিয়েছি যে দায়িত্বটি পালন করা একটি কঠিন ব্যাপার।এ দায়িত্বটি পালন করতে আপনাদের সহযোগিতা অবশ্য দরকার।তাই আপনাদের সহযোগিতা কামনা করছি যাতে আমার দায়িত্বটি আমি আপোষহীভাবে পালন করতে পারি এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারি বলে জানান।
Discussion about this post