ভাষা সংগ্রামের জন্য একুশে পদকপ্রাপ্ত গুণীজন সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলা ভাষায় প্রথম রায় প্রদানকারী ও আইন বিষয়ক বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা কাজী এবাদুল হক রাত ১২.৪৫ মিনিটে ঢাকার শমরিতা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
কাজী এবাদুল হক ১৯৩৬ সালের ১ জানুয়ারি ফেনী জেলার বালীগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী আবদুল হক ও মাতার নাম হুরেনেছা বেগম।
সূত্র জানায় তিনি ১৯৫১ সালে ফেনী হাইস্কুল থেকে ম্যাট্রিক, ১৯৫৩ সালে ফেনী কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ১৯৫৫ সালে স্নাতক এবং ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।
Discussion about this post