মোঃ তাজুল ইসলাম মিয়াজী,ওমান প্রতিনিধিঃমধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার ওমানে প্রথমবারের মতো ‘বাংলাদেশ বিজনেস কাউন্সিল ওমান’ গঠনের উদ্যোগ নিয়েছে দেশটিতে বাংলাদেশি বিনিয়োগকারীরা। এর মাধ্যমে ওমান-বাংলাদেশ ব্যবসায়িক সেতুবন্ধন তৈরি হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর রাজধানী মাস্কাটের ‘গ্রান্ড মিলেনিয়াম’ হোটেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ও ওমানের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. গোলাম সরওয়ার।
ওমানে যেসব বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন তাদেরকেও ব্যবসায়ীদের প্লাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য প্রস্তাবিত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোক্তা ও ব্যবসায়ী আবুল হাসানের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান।
Discussion about this post