বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (BSKP)এর সদস্য সাংবাদিক বিল্লাল হোসেনের পিতা মো:আবু তাহের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)সাংবাদিক বিল্লাল হোসেন এর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (BSKP)প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক শেখ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সকল সাংবাদিক বৃন্দ ।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪.৩০ মিনিটে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে পরিবার-পরিজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।প্রয়াতের ছেলে সাংবাদিক ও ‘ব্লাড ফর দেবিদ্বার’এর সহ সভাপতি মো: বিল্লাল হোসেন জানান, তার বাবা দীর্ঘদিন হৃদযন্ত্র রোগে ভুগছিলেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (BSKP) কেন্দ্রীয় কমিটির সকল সাংবাদিক বৃন্দ মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরীবার বর্গের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন ।

