কবিতাঃবাংলা আমার দিশা
বাংলা আমার প্রিয় ভাষা
বাংলা আমার দিশা।
দিয়ে গেলো ভাষা শহীদ,
বাংলা বলার ভিশা।
বাংলা ভাষা প্রকাশ করে
প্রাণের যত আশা।
স্বাদের তরী ভাষা ভাষা,
বাঁধি নিজের বাসা।
বাংলা ভাষা রক্ষা করতে
দিলেন যারা প্রাণ,
চির দিনের বন্ধুতারা
অমর অম্লান।
বাংলা আমার দিশা
হৃদয়ে কবি আবদুল কুদ্দুস বেপারী(সংখ্যাঃ ৬)