এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃবাগেরহাট জেলায় মৎস্য চাষের উপর দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট খামার বাড়ি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন এলাকার মৎস্য চাষীরা অংশ গ্রহন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া হায়দার চৌধুুরী। কর্মশালায়
আশার জেলা ব্যবস্থাপক জনাব মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন মোল্লাহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। আশার কেন্দ্রীয় ফিসারিজ পরামর্শক মোঃ ছেরাজ উদ্দিন, পিরোজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কর্মশালায় চাষীদের মাছ চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে চাষীদের অবহিত করা হয়।