৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবঙ্গোপসাগরের গভীরে গিয়ে শনিবার মধ্যরাত (রাত ১২টার পর) থেকে ৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন সব ধরনের বাণিজ্যিক ট্রলারগুলোকে মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছে মৎস অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের গভীরে গিয়ে মাছ না ধরতে বাণিজ্যিক ট্রলারগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।’
সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩-এর পার্ট ১১ রোলস ৫৫ (২) বি-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।