নগরের আগ্রাবাদ এক্সেস রোড নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই দৃশ্যমান হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বুধবার (২৯ আগস্ট) এ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় কাজের গুণগতমান অক্ষুন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের যথাযথ তদারকি করার নির্দেশ দেন।
চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, জাইকার অর্থায়নে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আগ্রাবাদ এক্সেস রোডের বাদামতলী থেকে বড়পুল পর্যন্ত সড়কের নির্মাণ প্রকল্প এগিয়ে চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এ রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে উপস্থিত এলাকাবাসীদের আশ্বস্থ করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের জন্য নগরবাসীর সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। এর পূর্বে ভারপ্রাপ্ত মেয়র নগরেতে চলমান পেচওয়ার্কের কাজও পরির্দশন করেন।
চসিক সূত্রে জানা যায়, আগ্রাবাদ এক্সেস রোডের বাদামতলী থেকে বড়পুল পর্যন্ত সড়কের নির্মাণ প্রকল্পের আওতায় রাস্তার দুইপাশে আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণ, রাস্তার মাঝখানে ২ মিটার প্রস্থের মিডিয়ান নির্মাণসহ এলইডি আলোকায়ন ব্যবস্থা থাকবে। ২০১৭ সালের ডিসেম্বরে এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়ে চলবে ২০১৯ সালের মে মাস পর্যন্ত। বর্তমানে এ প্রকল্পের আওতায় ৩টি স্কেভেটরের মাধ্যমে কাঁদা মাটি অপসারণ করে বালি ফিলিং ও কম্পেকশানের কাজ চলমান রয়েছে।
এসময় কাউন্সিলর নাজমুল হক ডিউক, মো. আবদুল কাদের, চসিকের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, সহকারী প্রকৌশলী মজিবুল হায়দার ও সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন ,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব, প্রচার সম্পাদক মো. ইউসুফ, মো. বশির প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post