বিশেষ প্রতিনিধিঃরোববার দেশ ব্যাপী ভিডিও কনফারেন্স এ মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ চোরদের হুসিয়ার করতে এ কথা বলেন । দেশের বিভিন্ন স্থানে ত্রাণ চুরির ব্যাপারে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ. করে প্রধানমন্ত্রী বলেন আমার বাবার কম্বল চোরদের ক্ষমা করে প্রাণ দিতে হয়েছে সেই ভুল আর আমি করতে চাইনা ।
বিভিন্ন জেলার পাশাপাশি কুষ্টিয়া জেলার সাথে যোগাযোগ কালে কুষ্টিয়া জেলার জন ও মিডিয়া বান্ধব জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন জানান জেলায় নির্বিঘ্নে এবং নিরাপদে কাজ করার জন্য ৪৫০০ শত মাক্স ও পিপিই প্রদান করা হয়েছে ।৪৫ টি আইসোলেসন বেড প্রস্তুত রাখা হয়েছে ।দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখার জন্য মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে ।ত্রাণ শুষ্ঠ বিতরণের ব্যাবস্থা নেয়া হয়েছে।জেলায় বসবাসরত ২২ লক্ষ মানুষের মধ্যে এ পর্যন্ত ৩৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ সম্ভব হয়েছে ।এখনও সাড়ে ৩ লক্ষ মানুষ কে তালিকা ভুক্ত করা হয়েছে ।তিনি বলেন চুরি ও কারচুপি রুখতে প্রয়োজনে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ দেয়া হচ্ছে ।
করোনা সম্পর্কে বলেন জেলের বাইরে থেকে আগত ১৩০ জনকে ১৪ দিনের হোম কোরাইন্টামে রাখা হয়েছে।তাদের সাথে সার্বিক সহযোগিতা সহ মানবিক আচরন করা হচ্ছে।
মাননীয় প্রধান মন্রী এ সময় দলের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ সদর উদ্দীন খান এর সাথে কথা বলেন ।তিনি তার বক্তব্যে জেলার সার্বিক সাফল্য তুলে ধরেন ।
এ সময় উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন মানবিক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম ( বার) জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা,পৌর মেয়র আনোয়ার আলী ,প্রেস ক্লাব কেপিসি সভাপতি আলহাজ রাশেদুল ইসলাম বিপ্লব বিভিন্ন অফিস প্রধানগন প্রমুক