কবিতা=বাবা
বাবা
মরু প্রান্তরে
এক ফোঁটা জলের কণা।
বাবা
নিকষ কালো
অন্ধকারে ঠুনকো আলোর আভা।
বাবা
কঠিন কাজে
সহজ ভাষায় আনে সফলতা।
বাবা
রোদ্র প্রখর
তাপে ক্লান্ত পথে বট বৃক্ষের ছায়া।
বাবা
তুমি নেই
তবুও আছো হয়ে অন্তরআত্মা।
বাবা
বিশাল আকাশে
হাজার তারাদের মহারাজা।
বাবা
সকল মূহুর্তে
একটাই প্রার্থনা মহান আল্লাহ
তোমায় করুক জান্নাতের বাসিন্দা।
ছবি, কবি=অনামিকা