কবি- মো:ফিরোজ খান
বাবা মায়ের দোয়া থাকবে
তোমার সাথে সবসময়
অনেক বড় হয়ে তুমি
করবে সেবা বাবা,মার।
আজ জন্মদিন তোমার
আজ শুভ জন্মদিন তোমার
তুমি যখন এসেছিলে এই পৃথিবীতে
মা,বাবা দেখতে পেলো চাঁদ এসেছে ফিরে।
ঊষার আলোয় রং ছড়িয়ে
আঁধার করলে আলোকিত
আলোক ছটায় জানান দিলো
আজ জন্মদিন তোমার।
ভোরের পাখি উঠছে ডাকি
এলো রে নতুন দিন
এই প্রহরে,খুশীর লহরে
আজ তোমার শুভ জন্মদিন।
গাছের পাতা দুলছে হাওয়ায়,
নাচছে দেখো তা ধিন ধিন
প্রাণ জেগেছে,মন মেতেছে
আজ শুভ জন্মদিন তোমার।
স্নিগ্ধ হাওয়া শীতল ছোঁয়ায়
মন করছে আনচান
কানের পাশে বললো হেসে
আজ শুভ জন্মদিন তোমার।
শুভ কামনা রইলো মানিক, রতন
তোমার উপরে দিনগুলো হোক রঙিন-
ও সুখের দুঃখ চলে যাক এদিক সেদিকে
আজ শুভ জন্মদিন তোমার।