মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃনাগরপুরে “ছেলের ২১ মেয়ের ১৮ এর আগে নয় বিয়ে কারো” এই স্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৮ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার ৯ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব সালমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবর আলম খান সহ উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিবাবক এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ নেয়।