পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় বাসের ধাক্কায় রিশা আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন তার বাবা রবিউল ইসলাম।
৫ অক্টোবর শনিবার সকাল ১১টার সময় ৭নং দেবনগর ইউনিয়নের সাতমেড়া এলাকায় জেমকন লিমিটেডের সামনে উক্ত দুর্ঘটনাটি ঘটে। রিশা ভজনপুর নূরানি ইসলামিক কিন্ডার গার্টেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ও সাতমেড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
এলাকাবাসি সূত্রে জানা যায়,
রিশাকে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলে যোগে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা রবিউল ইসলাম। বাড়ির সামনে এসে মহাসড়কের রাস্তা পার হতে না হতেই তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়েআসা ১ টি বাস তাদের ধাক্কা দেয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় রিশা। এসময় মোটরসাইকেলটি বাসের বাম্পারে আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা পুকুরের খাদে পড়ে গেলে ৩-৪জন যাত্রী আহত হয়। এদিকে গুরুত্বর আহত হয় রবিউল ইসলাম।
স্থানীরা ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত রবিউল ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন।
উক্ত দূর্ঘটনার খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আমি রিশার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। যেহেতু এখানেই বারবার দূর্ঘটনা ঘটছে তাই এর প্রতিরোধে দুর্ঘটিত স্থানে একটি বিটের ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহুল বাকী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসের চালক ও হেলপার ঘটনার পরই পালিয়ে যায়।