বাস্তব ব্রিতান্ত
লেখক কবি আব্দুল কুদ্দুস
ঘুমের ঘোরে অর্তিকৃত
মারল যারা মুজিবকে,
থাকতে জীবন পালিয়ে যায়্
অচিরে এই দেশথেকে।
মুজিব শোগে সর্ব লোকের
অশ্রুশিক্ত আহাহাকার
অন্ধ্যকারে আসমান জমিন
সর্ব দিকে বার জোয়ার।
জাতিয় অাজ দেখতে চায়না
বিন দেশিয়ার দোষর মুখ
উচ্ছু স্বরে ঐক্য জোটে
জবাব চায় সর্ব লোক।
জবাব দেয় জবাব দেয়
ঘাতক দালাল পাশানন্ডেরদল
কোন অপারাদে মেরে তাঁরে
খালি করলি জাতির বুক।
Discussion about this post