মোঃ ফয়সাল এলাহীঃসচেতনতার বাণী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরে ‘ওজন নিয়ন্ত্রনে সিঁড়ি ব্যবহার করুন’। ‘নিজের রাগ নিয়ন্ত্রণ করুন।’ ‘তেল ও চর্বি জাতীয় খাবার পরিহার করুন।’ ‘খাবার লবণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।’ ‘চিনি ও মিষ্টি জাতীয় খাবার কম খান।’ ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন করুন।’ ‘অবাস্তব/অসম্ভব প্রত্যাশা করবেন না।’ চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) দপ্তরে যারাই গেছেন তাদের চোখে পড়ছে সিঁড়ির ধাপে ধাপে লেখা কথাগুলো। লাল, সবুজ, হলুদ জমিনে জ্বলজ্বল করছে একেকটি বাণী। দ্রুতলয়ে সিঁড়ি ভাঙার পরিবর্তে স্বাস্থ্য-বার্তাগুলো পড়তে পড়তে ধীরলয়ে উপরে উঠতে দেখা গেছে সবাইকে। সব বার্তা কিন্তু বাংলাতে নয়, কিছু কিছু দেখা গেল ইংরেজিতে। ‘ইট লেস অ্যানিমাল ফ্যাট, কন্ট্রোল ডায়াবেটিস।’ ‘স্টার্ট ইওর হেলদিয়ার লাইফস্টাইল নাও।’ ‘ওয়াকিং ইজ লিভিং, নন ওয়াকিং ইজ ডেথ।’ ‘স্টার্ট ইওর ডে উইথ এ হেলদি ব্রেকফাস্ট’ গত সোমবার সকালে সিনেমা প্যালেসের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সেই সিঁড়িতে কথা হয় জহুর মার্কেটের ব্যবসায়ী কামালের সাথে । তিনি বলেন, সকালে হাঁটতে হাঁটতে এখানে চলে আসি। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখি অনেক দামি কথা লেখা হয়েছে। অবশ্য সরকারি কিছু হাসপাতাল গুলোতেও এমনটি আছে। কিন্তু এ সিঁড়িটা ব্যতিক্রম। প্রতিটি ধাপেই একেকটি বার্তা। বেসরকারি ক্লিনিক, ডাক্তারের চেম্বারসহ গুরুত্বপুর্ণ সরকারি অফিসগুলোর সিঁড়িতে এ ধরনের স্বাস্থ্য-বার্তা প্রচার করা উচিত। তবে সব বানান যাতে নির্ভুল হয় সেদিকেও লক্ষ্য রাখা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের নির্দেশনায় স্বাস্থ্য-বার্তাগুলো সিঁড়িতে লিখা হয়েছে। দেশের সব সরকারি হাসপাতাল, স্বাস্থ্যবিষয়ক অফিসের সিঁড়িতে এ ধরনের স্বাস্থ্যবার্তা লেখা হয়েছে। এসব ইউনিভার্সেল নিয়মনীতি মেনে চললে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসারসহ অনেক জটিল রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব। সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, একজন রোগী যখন হাসপাতাল বা সরকারি স্বাস্থ্য অফিসে আসেন তখন তার একধরনের মাইন্ডসেট থাকে। এক্ষেত্রে সিঁড়ি দিয়ে ওঠার সময় মনোযোগটা থাকে নিচের দিকে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় আমরা নিজেরাই উদ্যোগী হয়ে এসব স্বাস্থ্য-বার্তা লিখে দিয়েছি। এর জন্য সরকারি কোনো বাজেট নেই। বলতে গেলে সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা সৃষ্টির জন্য, মানুষকে সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য এ উদ্যোগ। তিনি বলেন, একটি স্বাস্থ্য-বার্তাও যদি কারও মনে ধরে, কেউ আমল করে তবে আমাদের শ্রম সার্থক
Discussion about this post