উত্তর চট্টগ্রামের নামকরা আধুনিক বিদ্যানিকেতন ফটিকছড়ি সদরে অবস্থিত বায়তুল হিকমাহ মাদরাসার ২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর সহ শিক্ষা সচিব মাওলানা ফরিদুল আলমের সঞ্চালনায় মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি ওমর সাঈদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেক্রটারি গীতিকার ও সুরকার মুহাম্মদ সলিম উল্লাহ,ভুজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক এস এম মুস্তফা আমিন মানিক,উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক,শিক্ষা সচিব মাস্টার মুসলিম উদ্দিন,কো অর্ডিনেটর নুর ইসলাম জুয়েল। পরে প্রধান অতিথি আনুষ্টানিক ভাবে ভর্তি ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য যে,ফরম মূল্য ৩০০ টাকা করে সীমিত আসনের বিপরীতে ফরম বিতরণ কার্যক্রম আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। ফলাফল প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর এবং ২৩ শে ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
Discussion about this post