গাজীপুর: খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে গাজীপুর -৪ কাপাসিয়া আসনের বিএনপি দলীয় সম্ভাব্য এমপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ ও কাউন্সিলর হান্নান মিয়া হান্নু সহ কমপক্ষে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে মানববন্ধন চলাকালীন সময়ে পুলিশ ১৫জনকে আটক করে।
জানা যায়, বেগম খালেদা জিয়া মুক্তি ও কারাগারে আদালত বসানোর প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপি সমাবেশ আহবান করে। সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিত হয়। এ সময় বিএনপির দুই গ্রুপ হাতাহাতি করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ করে কমপক্ষে ১৫জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে শাহ রিয়াজুল হান্নান ও কাউন্সিলর হান্নান মিয়া হান্নু সহ ৩জনকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বাকীদের পুলিশ ভ্যানে রাখা হয়েছে।