বাগেরহাট-০১ আসন (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) এর বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি, মেরিন ইঞ্জিনিয়র এ্যাডঃ মাসুদ রানা শনিবার সকালে ফকিরহাটের বাহিরদিয়া, মানসা বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারনা ও গনসংযোগ করেন। প্রচারকালে ভোটারদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ সহ ধানের শীষ মার্কায় ভোট কামনা করেন। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে ফকিরহাটে নির্বাচনী কর্মকান্ড সুষ্ঠুভাবে ভাবে উভয় দলের নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে । বাগেরহাট ১- আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার মাসুদ রানা শনিবার ফকিরহাটে বিভিন্ন এলাকায় তার নির্বাচনী প্রচার প্রচারণা সহ গণসংযোগ করার সময় ফকিরহাটে বেতাগা ইউনিয়নে অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার মাসুদ রানা এক মরহুমার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। মাসুদ রানা গণসংযোগের মাধ্যমে দোয়া ও ভোট চাইছেন এবং লিফলেট বিতরণ করছেন।ফকিরহাট মূলঘর ইউনিয়নে নির্বাচনী গনসংযোগ করার সময় বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা বলেন যতই নির্যাতন, মারধর করুক না কেন নির্বাচনের মাঠ ছেড়ে যাবোনা
Discussion about this post