এস এম মনিরুজ্জামানঃবাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাব্বত আলী বিএনপির সকল সাংগঠনিক কর্ম থেকে বিরত থাকার জন্য পদত্যাগ করেছেন। বুধবার বিকাল ৩ টার সময় চিতলমারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির সকল সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং সকল কর্মকান্ড থেকে অব্যাহতি গ্রহণ করার ঘোষণা দেন।এ সময় মোহাব্বত আলী সাংবাদিকদের জানান ,তিনি দীর্ঘদিন শারীরিক সমস্যাই ভূগতেছেন।তার শারীরিক অবস্থা ভাল না থাকার কারণে বিএনপির সকল প্রকার কর্মকান্ড থেকে বিরত নেন।তবে তিনি কেন বিএনপির সকল সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জানা নেই বলে জানান চিতলমারী উপজেলার বাসিন্দারা ।