কুতুব উদ্দিন রাজু চট্টগ্রাম ঃরাউজান থেকে জাতীয় পর্যায়ে বিতর্কে অংশ নিতে কাজ করছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান জাতীয় পর্যায়ে বিতর্ক অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে রাউজানের শিক্ষার্থীরা। গত ১৫ সাল থেকে এর তার্কিকদের তৈরী করছেন রাউজানের সুশিক্ষিত তরুনদের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান। প্রতিষ্ঠান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দল ভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে এই পর্যন্ত অনেক প্রতিযোগিতার আয়োজন করেছে। গতবছর সমাপনি অনুষ্ঠানে দুই টি দলকে বিতর্কের জন্য সেরা সনদ দিয়েছে। প্রতিষ্ঠানটি রাউজান থেকে জাতীয় পর্যায়ে বিতর্কে অংশগ্রহনের জন্য প্রস্তুতি নিতে আবারো প্রতিযোগিতার আয়োজন করেছে। ২৮ মার্চ, বুধবার সকাল ১১ টায় এবারের প্রথম প্রতিযোগিতাটি হয় গহিরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে দক্ষিণ রাউজানের গশ্চিম উচ্চ বিদ্যালয় ও গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহনকারী তার্কিকদের বক্তব্য শুনেন দৃষ্টি চট্টগ্রামের যুগ্ন সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক কাজী আরাফাত। অনুষ্ঠানটি পরিচালনায় সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর অর্থ সম্পাদক শাহরিয়ার সাকিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ এর প্রধান পৃষ্ঠপোষক তরুন রাজনীতিক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এই আয়োজনের পৃষ্ঠপোষক ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেল লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফরহাদ গণি নয়ন। উপস্থিত ছিলেন গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক, গশ্চি উচ্চ বিদ্যালয়ের তার্কিকদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রুহুল কাদের ও গহিরা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রুবেল দাশ, সেন্ট্রাল বয়েজ এর সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ জাহান, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, প্রচার সম্পাদক তারেক হাসান, সহ-অর্থ সম্পাদক রাকিব জাহাঙ্গীর, সহ-প্রচার সম্পাদক আবু হানিফ টিপু, শাহারিয়ার হোসেইন ইমন, মনির খান ইম্পো, আরমান উদ্দিন, আরিফ আহমেদ, সাকিব আবদুল্লাহ প্রমুখ।
Discussion about this post