৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবোয়ালখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহাদাৎ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২১ ডিসেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব গোমদন্ডী মুরাদ মুন্সীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। পৌর কাউন্সিলর আরিফ উদ্দিন জুয়েল জানান, পূর্ব গোমদন্ডী মুন্সী পাড়ার আবুল হোসেন সওদাগরের ছেলে শাহাদাৎ ভবনের ছাদে বিদ্যুৎ লাইনের সাথে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে মুর্মূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ডা. মিথিলা চৌধুরী । পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।