নজরুল মানে সম্প্রীতি
অন্ধকারে মশাল হাতে
বিদ্রোহী কবি নজরুল,
মানব রংঙে এসে ধরায়
কলম যুদ্ধে দানব তাড়ায়।
জীবন যৌবন বাজি রেখে
সহ্য করে জেল অত্যাচার,
শোষকের বিরুদ্ধে যার তর্জনী
তাঁকে রুখে সাদ্য কার?
বিপ্লবী চির বিদ্রোহী নজরুল
মেনে নেয়নি কোন দাসত্ব,
বিপ্লব আর মুক্তির ডাকে
তাঁর নেই আপোষ কোন শর্ত।
সম্প্রীতির বিশ্ব গড়বে
মুক্তির কবি নজরুলের স্বপ্ন,
মানবতার কবি নজরুল
চির বিপ্লবী বাংলার রত্ন।
শোষকের সাথে আপোষহীন
বঞ্চিত মানুষের জাগরণ তিনি,
সাম্যের ডাকে সমুজ্জ্বল
বীর বাঙ্গালী তাঁর কাছে ঋনি।
ভয় সংকটে, মুক্তির চেতনায়
ধারণ করো নজরুল,
বিপ্লবে দিবে সাহস তিনি
মুক্তি সংগ্রামে মিলবে কোল।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
জাতি ভেদাভেদ নয় আর,
নজরুল মানে সম্প্রীতি
এপার ওপার দুই বাংলার।
সম্প্রীতি ভালবাসা ধার্মিকতায়
সাম্যের নজরুল প্রিয় বাংলার,
একটি আদর্শ শোষিতের বিপ্লব
একটি চেতনা বিশ্ব মানবতার।
নজরুলে জাগো বিশ্ববাসী
নজরুলাদর্শে স্লোগান তুলি,
নজরুলে শান্তি সম্প্রীতি মুক্তি
এসো নজরুলের পথে চলি।
(মোঃ কামাল হোসেন)
Discussion about this post