বিশেষ প্রতিনিধিঃআলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের বাসিন্দারা ।
সোমবার (১৫ জুন) থেকে আপাতত নির্দিষ্ট ওয়ার্ড ও স্থান থেকে রোগীরা অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে স্ব-স্ব এলাকা থেকেও এ সিলিন্ডার সংগ্রহ করা যাবে।
চট্টগ্রামের করোনাভারইরাস সংকটময় মুহূর্তে শুধু পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট স্থান থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে এ অক্সিজেন সিলিন্ডার—জানিয়েছেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম।
তিনি বলেন, করোনা মহামারিতে চট্টগ্রামের মানুষের কথা চিন্তা করে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনজুর আলমের উদ্যোগে এই সার্ভিসটি দেওয়া হচ্ছে।
যে কেউ অক্সিজেন সিলিন্ডার নিতে শুধু পরিচয়পত্র লাগবে। ব্যবহার করার পর ৪ দিনের মধ্যে সিলিন্ডার ফেরত দিতে হবে। একবার নয় রোগীর প্রয়োজন হলে বারবার অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন।
আপাতত যেসব এলাকায় অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা যাবে :
১. ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়, আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর-০১৭২০৮১৮৫০৯।
২. ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা-হাকিম দাতব্য চিকিৎসালয়ে আবদুর রাজ্জাক দুলাল- ০১৮৪২৫৫২৫৯০।
৩. ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড নানা টাওয়ার (ডবলমুরিং থানার উত্তর পাশের গলি) ফরিদ আহমদ মুরাদ-০১৮৪২৩৮২১৯১।
৪. ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী বাবুল হক সাহেবর বাড়ি, পানির কল তালতলা জাহিদুল হক শিবলু- ০১৯৭৯৩৯১৩৩৩।
৫. ২৫ নম্বর পশ্চিম রামপুর ওয়ার্ড সবুজবাগ হাজী শফিউল বশর সাহেবর চৌধুরী বাড়ি। দেলোয়ার হোসেন- ০১৯৭৯৩৯১৩৩৩)।
৬. ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড আবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (বড়পুল, হালিশহর রোড)। সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন- ০১৭১১১৪৫১৬২)।
৭. ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড নতুন মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুল। নুরুল আলম ভুট্রো- ০১৮১৮১৯৩৭০৪)।
৮. শোলকবহর ওয়ার্ড সেকান্দর মিয়ার বিল্ডিং (ফরেস্ট গেইটের বিপরীতে। নুরুল আজিম- ০১৮১৩২৫৪২১৭।
৯. ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু সাহেবের বাডড়ি (বালুছড়া)। জুবায়ের আরেফিন- ০১৮১৯৫৪৫৭৩৭)।
১০. ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড ছিদ্দিক আহম্মদ’র বাড়ি, ২১৭ তুলা পুকুর লেইন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহম্মদ- ০১৭১৫২৯৯৬৮১)।
১১. ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড রাজভিলা, ৬নম্বর নজুমিয়া লেইন। আরিফ আহমেদ- ০১৭১৩১০৬০৭০।