টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৭ ফোরামের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল শহরের নিরালা মোড়স্থ ফুড গার্ডেন রেষ্টুরেন্টে গত ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় ওই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় এসএসসি ’৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। সভায় পূর্ণাঙ্গ কমিটির রূপরেখো ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আহসান হাবীব তারেক কে সভাপতি, মোঃ সাখাওয়াত হোসাইন নিউটন, সহ-সভাপতি মোঃ রাসেদ খান মেনন ও সাধারন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান তালুকদার ডলার কে কোষাধ্যক্ষ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়।