বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত পুলিশ সদস্যদের জরুরী চিকিৎসা সেবায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানের নিকট ১৫সেট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৯মে) সকাল সাড়ে ১১টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশের উদ্যোগে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাহবুবুল আলম এর সহায়তায় মহানগর কমিউনিটি পুলিশের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন এই অক্সিজেন সিলিন্ডার সমূহ হস্তান্তর করেন।
অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।