বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ মোঃ ইলিয়াস নামে বিমানের এক সুইপারকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফ্লাই দুবাইয়ের -এফজেড ৫৮৯ ফ্লাইটের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই সুইপারের জুতার ভেতর লুকানো অবস্থা থেকে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, সকাল ১১টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাই ফ্লাইটে পরিচ্ছন্নতার কাজ শেষ করে বের হওয়ার সময় শরীর তল্লাশি করে প্রায় সোয়া ৪ কেজি ওজনের স্বর্ণের ৩৬টি বারসহ ওই সুইপারকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।