বিশেষ প্রতিনিধিঃঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টায় নিহত মাহাদী জাহান বাংলাদেশ ক্রিকেটার দলের ওয়ান ডে অধিনায়ক সাকিব আল হাসানের দুলাভাই।২০১৮ সালের ৩১ শে আগস্ট মাহাদী তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সাকিব আল হাসানের সাথে তার সম্পর্কের কথা নিশ্চিত করেছেন। ওই ফেসবুক পোষ্টে মাহাদী লিখেছেন,বউ আমি আর সালা বাবু সাকিব ।সেখানে সাকিব আল হাসান কে হাস্যউজ্জ্বল দেখা গেছে । তবে কেমন দুলাভাই তা মাহাদী জাহান উল্লেখ করেন নাই।এছাড়া বিশিষ্ট তারকাদের সাথে মাহাদীর সম্পর্ক ছিলো।সম্পর্ক ছিলো লন্ডন এবং যুক্তরাষ্ট্রের বিমানের পাইলটদের সাথে।
Discussion about this post