এফআইভিডিবি- ইরি-এগ্রি প্রকল্পের মাধ্যমে সুনামগনজ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের লক্ষিরপার ও সিরাজপুর গ্রামে আমন বীজ ধান বিতরণ করা হয়েছে।
১০ জুন বৃহস্পতিবার দুপুরে লক্ষিরপার ও সিরাজপুর গ্রামের কৃষক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে দুটি দলের ১৯ জন মহিলকে নতুন জাতের আমন ধান বীজ প্রদান করা হয়।
বীজ বিতরণেকালে উপস্থিত ছিলেন দক্ষিণ বাদাঘাট ইউপি সদস্য আনোয়ারা বেগম, এফআইভিডিবির প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Discussion about this post