বিশ্ব নবীর দুষমনেরা
কবি মোঃআবু বকর সিদ্দীক
বিশ্ব নবীর দুষমনেরা করছি হুশিয়ার।
বাড়াবাড়ি করলে বেশি।
জিহাদ করবো আবার।
বিশ্ব নবীর প্রতি যারা
বিরুদ্ধাচারণ করিস।
বীর জনতা জেগে উঠে
করবে তোদের শেষ।
হাজার নির্যাতন সইছি মোরা
থেকেছি মুখটি বুঝে।
সব দন্ধ ভুলে গিয়ে
উঠবো আবার জেগে।
আমার নেতার বিরুদ্ধীতা করছে এখন যারা।
ত্বরায় তাদের সবাই মিলে করবো আবার ধরা।
কোন সাহশে কার আদেশে করছিস পায়তারা।
তাকবীর দিয়ে মাঠে মেনে করবো ভূবন ছাড়া।
আজো আছে আল্লাহর সৈনিক
এই পৃথিবীর মাঝে।
ধ্বংস করে দিতে তোদের
মুসলিম গেছে রেগে।
Discussion about this post