মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর প্রতিনিধি ॥ বীরগঞ্জে পুলিশ এক চাষীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন বীরগঞ্জে ২০ ফেব্রুয়ারী সকালে পুলিশ চাষীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার।সাতোর ইউনিয়নের ডাকেশ্বড়ী গ্রামের মৃত গবিন চন্দ্র রায়ের ছেলে রমেশ চন্দ্র রায় শুনু ( ৫৫) গত সোমবার বিকেলে বাড়ী থেকে নিখোঁজ হয়। ২০ ফেব্রম্নয়ারী সকালে পথচারীরা ঢাকা-পঞ্চগড় মহাসড়কের কবিরাজহাট এলাকার একটি স’মিলে কাঠের উপর মৃত অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা পরিবারকে খবর দেয়। এরপর ভোগনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান পান্নার মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে এসআই প্রভাত চন্দ্র সরকার ও মোঃ আল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর এমএ রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। প্রতিবেশীরা জানান, সম্প্রতি রমেশ চন্দ্র রায় শুনুর একটি অষ্টিলিয়া গাই গরম্ন অজ্ঞাত বাক্তিরা চুরি করে। মুক্তিপনের মাধ্যমে চুরি হয়ে যাওয়া গাইটি পাওয়ার আশায় চিহিৃত চোরদের পিছে ঘুরছিল।ঘটনার আগের দিন বিকেলে বাড়ী থেকে বেড়িয়ে গরম্ন খুজতে যায় রাতে সে বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারনা মুক্তিপনের টাকা নিয়ে।তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে শোয়ায়ে রেখে খুনিরা পালিয়ে গেছে। ওসি তদন্ত মছলেউল গনি সংবাদে সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যাক্তি সনুর অনেক টাকা ঋণ ২০ ফেব্রুয়ারী সালিস বৈঠক হওয়ার কথা ছিল। সে কারনে আত্মহত্যা করতে পারে। তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। রির্পোট হাতে পেলে জানা যাবে হত্যা না আত্মহত্যা।