৭১ বাংলাদেশ প্রতিনিধিঃজাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে ১৪ মার্চ সকাল ১১ টায় নগরীর কোতোয়ালী থানাধীন আরএফ পুলিশ প্লাজা সংগঠন কার্যালয়ে চসিক নির্বাচন উপলক্ষে প্রচারণা উপ-কমিটি গঠন এবং সংগঠনের সদস্যদের কাউন্সিলর পদে নির্বাচনে প্রচারণা বিষয়ে সমন্বয় সভা বিভাগীয় সভাপতি মোঃ হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ মূহুর্তে অনুষ্ঠিত হচ্ছে। এটি চট্টগ্রামবাসী ও সারা বাংলাদেশের মানুষের কাছে একটি প্রতীক্ষার প্রহর। মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের নির্বাচিত করা স্বাধীনতাকামী মানুষের জন্য কর্তব্য ও দায়িত্ব হয়ে পড়েছে। বক্তারা আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে বীরমুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে নির্বাচিত করার আহ্বান জানান।
সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক স.ম.জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি সাথী কামাল, জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ, সহকারী পরিদর্শক মাসুমা কামাল আঁখি, ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ ফরায়েজী, শ্রমিক সম্পাদক মোঃ কালিম শেখ, সাবেক ছাত্রনেতা শেখ আবদুল্লাহ শেকাব, যুব মহিলালীগ নেত্রী ওয়াহিদা রুমি প্রমূখ।
আলোচনা সভা শেষে চসিক নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা উপলক্ষে বিভাগীয় সভাপতি মোঃ হাসান মুরাদকে চেয়ারম্যান ও স.ম.জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন প্রচারণা উপ-কমিটি গঠন করা হয়।