কুতুব উদ্দিন:চট্টগ্রাম চন্দনাইশ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সাথে রবিবার (৩ ফেব্রুয়ারী) রাত ৮ টায় নগরীর সদরঘাট রোডস্হ নিজ কায্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে নজরুল ইসলাম চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়। উন্নয়ন ও অগ্রযাত্রার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ আজ হাতের নাগালে। প্রযুক্তির উন্নয়ন ও দক্ষতার ছোঁয়ায় বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে। এই সংগঠন বিভিন্ন সময় সেমিনার, বৃত্তি প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বঙ্গঁবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নকে বাস্তব রুপ দিতে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও পদক্ষেপের মধ্যে সমন্বয় সাধন করে যাচ্ছে। আমি আগামীতেও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের কার্যক্রম পাশে থাকব। এসময় আরো উপস্হিত ছিলেন সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী টি কে সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃকুতুব উদ্দিন রাজু, শেখ সেলিম, সৈয়দা শাহান আরা বেগম, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, মো: ফরহাদ সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
Discussion about this post