কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুলের পিতা বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা রোববার (৪ই সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এর পূর্বে তাঁকে উপজেলা প্রশাসন কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। মরহুমের নামাজে জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী সহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার মৃত্যুতে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) এর নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁর মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক যোদ্ধাকে হারালো।
তারা বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
Discussion about this post