চট্টগ্রাম প্রতিনিধিঃবোয়ালখালীর কৃতি ব্যক্তিত্ব,বীর মুক্তিযোদ্ধা, সাবেক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রকাশ ওসি জাহাঙ্গীর আলম চৌধুরী আর নেই।
১৯ জানুয়ারী ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানান তার ভাই সেলিম চৌধুরী।
আজ বাদে আছর চান্দঁগাও বাসটার্মিনালের পরে খতিব বাড়ী সামনে লতিফ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
জানা যায়, তিনি ১৯৭২ইংরেজী হতে ২০১২ ইংরেজী পর্যন্ত বাংলাদেশের পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি লেখালেখি কাজে নিজেকে জড়িত রেখেছেন। ৪ সন্তানের জনক জাহাঙ্গীর আলম চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।
এদিকে তাঁর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী , বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ(বিএসকেপি)’র কেন্দ্রিয় কমিটি,চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারে গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।