ত্রি- স্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পুর্নিমা উপলক্ষে ভুজপুর বৌদ্ধ পরিষদের উদোগে সাতদিন ব্যাপী বিদর্শন ভাবনা কোর্স ২০২১ অনুষ্টিত |
ঐতিহ্যঋদ্ধ ভুজপুরের হরিনা অমৃতধাম বিহারে জুনের ১১ তারিখ হতে ১৭ তারিখে সমাপন হয়,
অনুষ্টান মালায়ঃ ৬ জন কুল পুত্রকে দুলর্ভ প্রব্বজ্জ্যাদান,,, ধর্মচক্রপ্রবর্ত্তন সুত্রপাঠ, অষ্টশীল গ্রহনে মাধ্যামে ভিক্ষু,শ্রমন,সাধক সাধিকা প্রায় ৬০ জন সদস্য নিয়ে ভাবনা অনুষ্টান শুরু হয়,,
এবং সমাপনী অনুষ্টান ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সুসম্পাদিত হয়,,
এ মহতী সমাপনী অনুষ্টানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন
ভদন্ত আর্য্যমিত্র মহাথেরো,
অধ্যক্ষ,হাইদচকিয়া শান্তিধাম বিহার,এই পুন্যানুষ্টানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন,তরুন প্রজন্মের সৃজনশীল মেধার আলোকিত সুদেশক,গহিরা অংকুরীঘোনা জেতবন বিহার অধ্যক্ষ, বিদর্শনাচারিয়,ভদন্ত সত্যপাল মহাথেরো মহোদয়,,
এ মহতী অনুষ্টানে বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত আলোকাবংশ থেরো,
পরিচালক,, গহিরা মহাশ্বশ্মান ভাবনা কেন্দ্র,
ভদন্ত সত্যজিত থেরো,অধ্যক্ষ উত্তর সুন্দরপুর কুন্জবন বিহার,ভদন্ত ধর্মানন্দ থেরো,
ধর্মীয় সম্পাদক ঃ উত্তর ফটিকছড়ি আঞ্চলিক ভিক্ষু সমিতি, ভদন্ত অমৃতানন্দ থেরো,,
অর্থ সম্পাদকঃ উত্তর ফটিকছড়ি আঞ্চলিক ভিক্ষু সমিতি,
ভদন্ত বুদ্ধশ্রী ভিক্ষু,
প্রচার ও প্রকাশনা সম্পাদক ঃ উত্তর ফটিকছড়ি আঞ্চলিক ভিক্ষু সমিতি,,
সার্বিক তত্ত্বাবধানে ঃ
ভদন্ত বিজয়ানন্দ থেরো,
দপ্তর সম্পাদক ঃ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল,,
সভাপতি, ধাম্মামিশন ফাউন্ডেশন,,
এ মহতী পুন্যানুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,
ভদন্ত অগ্রবংশ ভিক্ষু
ভদন্ত জোতিবংশ ভিক্ষু,
ভদন্ত সুমনপ্রিয় ভিক্ষু, এডমিন,দ্যা ধাম্মা টিভি,,
এ মহতী পুন্যানুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,লায়ন রন্জিত বড়ুয়া,
সভাপতি, ভুজপুর বৌদ্ধ পরিষদ,,বাবু মন্টু বিকাশ বড়ুয়া,
সহ- সভাপতি, ভুজপুর বৌদ্ধ পরিষদ,বাবু সজল বড়ুয়া,মহাসচিব, ভুজপুর বৌদ্ধ পরিষদ,বিদর্শন সাধিকা,শিক্ষিকা মিসেস শীলপ্রভা বড়ুয়া
মহিলা সম্পাদিকা,ভুজপুর বৌদ্ধ পরিষদ,বিদর্শন সাধিকা শ্রীমতি সন্জু রানী বড়ুয়া
পশ্চিম কৈয়া শ্বশ্মান বিহার,খুবই সুন্দর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে একটি মহান পুন্যানুষ্টান সুসম্পাদিত হয় |’আয়োজনেঃ ভুজপুর বৌদ্ধ পরিষদ,, সেবা প্রদানেঃ হরিনা অমৃতধাম বিহারের দায়কদায়িকার বৃন্দ।।
Discussion about this post