কামাল হোসেন বেনাপোলঃযশোরের বেনাপোলে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে তোহা (৪) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল গ্রামে ভাড়া বাসায় এই দূর্ঘটনা ঘটে। নিহত তোহা বেনাপোল পৌর সভার কর্মচারী টিপু সুলতান বাদশার ছোট মেয়ে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকালে তোহার মা গ্যাসে ভাত চাপিয়ে বাইরে যায়।এই সময় তোহা হাতে কলম নিয়ে গ্যাসের চুলায় দিলেই আগুন ধরে যায় তার মুখে ও সারা শরীরে আগুন ধরে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসকর্মীরা ৩০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনে । পরে ঘটনাস্থল থেকে তোহার আগুনে পুড়ে যাওয়া দগ্ধ হওয়া লাশ উদ্ধার করে। এই ঘটনায় বেনাপোলে শোকের ছায়া বিরাজ করছে। বেনাপোল পৌর্ট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।