কামাল হোসেন,বেনাপোলঃশনিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৬..টার সময় বন ভোজনের উদ্দেশ্যে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৩ সালে এসএস সি ব্যাচ এর সকল বন্ধু। দেশ বিদেশ থেকে প্রায় শতাধিক বন্ধু বেনাপোল থেকে মুজিবনগর উদ্দেশ্যে রওনা দেয়।
দেশ বিদেশ আসা বন্ধুরা মোঃ গোলাম রসুল নয়ন মালয়েশিয়া। মোঃ সেকেন্দার বক্স মালয়েশিয়া। মোঃ আব্দুল আলিম সিঙ্গাপুর। মোঃ আখতারুজ্জামান মালয়েশিয়া। মোঃ মুক্তার আলি ভারত। মোঃ জাকির হোসেন ভারত। মোঃ মনিরুজ্জামান মালয়েশিয়া। মোঃ আসাদুজ্জামান মালয়েশিয়া ।মোঃ রুবেল মাহমুদ ঢাকা । মোঃ মারুফ হোসেন ঢাকা। মোঃ আসাদুজ্জামান খুলনা। মোঃ শহিদুল যশোর। জাহিদুল ইসলাম চট্টগ্রাম,বনভোজনে অংশগ্রহণ করে।
কমিটির অন্যতম পরিশ্রমই সদস্য মোঃ শাওন। সাংবাদিক কামাল হোসেনকে জানায়। সকল বন্ধুরা ২০০৩ সালের এস এস সি ব্যাচ ছিল। তাদের মধ্যে অনেক বন্ধু বিভিন্ন পর্যায় কর্মকর্তা কর্মচারী হয়েছে। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর্মির ক্যাপ্টেন, সিএন্ডএফ ব্যবসায়ী, ও সিএন্ডএফ কর্মচারী, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, কাস্টম কর্মচারী, ব্যবসায়ী,।
আরো বলেন দেশ-বিদেশে বন্ধুরা বিভিন্ন কর্মস্থানে থাকার কারণে।
তাদের কর্মস্থান থেকে ছুটি না পাওয়ায়। তারা দুঃখ প্রকাশ করেছে। এবং সাথে সাথে এ বনভোজনের উদ্যোগ নেয়ার জন্য বন্ধুদের স্বাগত জানিয়েছে।
বনভোজন কমিটির আর এক সদস্য। মোঃ শরীফ আহমেদ বলেন। এটা গল্প মনে হলো সত্য যা আজ বাস্তবে পরিণত হয়েছে।
আমরা কয়েকজন বন্ধু সাঈক এর অফিসে বসে আড্ডা দিচ্ছি এমন সময়। বন্ধু মোঃ মহাসিন বলে ২০০৩ এস এস সি সালের বন্ধুদের কথা ও স্মৃতিগুলো আজও মনে পড়ে।
তারপর তিনি বলতে থাকেন আমাদের অনেক বন্ধু দেশ বিদেশে থাকার কারণে।অনেক বন্ধুদের সাথে প্রায় ১৬ বছরের বেশি যোগাযোগ হয়নি।
বন্ধুদের মধ্যে মোঃ হিরন ও মোঃ ফিরোজ হোসেন বলেন,। একটা বনভোজনের আয়োজন করি।তখন কয়েকজন বন্ধু মোঃ শাওন, মোঃ শরীফ আহমেদ,মোঃ জাহিদ হোসেন , মোঃ হিরন,মোঃ সাঈক,মোঃ সাত্তার, মোঃ নুরুজ্জামান মোঃ মিলন, মোঃ মহিউদ্দিন সাংবাদিক মোঃ স্বপন, মোঃ ফিরোজ,,মোঃ কামাল হোসেন, মোঃ মহসিন,মোঃ সোহাগ, মোঃ রুবেল, মোঃ পলাশ, মোঃ ইমরান হোসেন,মোঃ আব্দুল হাকিম, মিলে।
যে সকল বন্ধুরা ২০০৩ সালে এসএস সি ব্যাচ ছিল তাদের বাড়ি বাড়ি যেয়ে তাদের মুঠোফোনের নাম্বার গুলো সংগ্রহ করি। এবং তাৎক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করি ।
দেশ বিদেশ থাকা বন্ধুরাও খুব আগ্রহ প্রকাশ করে বন্ধুদের মধ্যে। মোঃ শাওন প্রথম বলে মুজিব নগরে যাওয়ার কথা পরে বন্ধুরা অনেক জায়গায় নাম বলে সেখান থেকে সিদ্ধান্ত হয় মুজিবনগর।আমরা সকল বন্ধুরা মুজিবনগরে যাওয়ার সিদ্ধান্ত নেই।
বেনাপোল বাসির কয়েক জনের কাছে বনভোজন ও উদ্বেগের কথা জানতে চাইলে। তিনারা বলেন উদ্যোগটা আসলেই ভাল এবং ২০০৩ সালের এস এস সির ব্যাচ বেনাপোল থেকে যে উদ্যোগ নিয়েছে উদ্যোগটা ইতিহাস হয়ে থাকবে। এবং যারা বিগত দিনে স্কুলে পড়েছে তাদের মনকে একবার হলেও নাড়া দিয়ে যাবে বলে মনে করি ।
কারণ তারা ১৬ বছর পরে সকল বন্ধুদের একত্রিত করার জন্য এ উদ্যোগ নিয়েছে। আমরা বেনাপোল বাসি আশা করি সকল স্কুল পড়ুয়া বন্ধু। এ উদ্যোগ গ্রহণ করবে এবং সবাই পরস্পর বন্ধুত্ব অটুট থাকবে ।