কামাল হোসেনঃবেনাপোল কাস্টম হাউসের উদ্যোগে অর্থনীতি, রাজস্ব, শুল্ক, কর ও ভ্যাট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে স্থানীয় মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের কাস্টম হাউস কর্তৃপক্ষের দেয়া পূর্ব নির্ধারিত সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের এডুকেশন ফোরামের ১২ সদস্য বিশিষ্ট কমিটির নেতারা বৃহস্পতিবার বিকালে বেনাপোল কাস্টম ক্লাবে ১০০ জন শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছেন। শার্শা উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫টি মাদ্র্রাসার ৪ জন করে শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষায় অংশ গ্রহণকারী সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে।
এ দিকে পরীক্ষা শুরুর আগে দুপুর ২টায় ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাস্টম এডুকেশন ফোরামের সদস্যরা। ৫০ মার্কের এ পরীক্ষায় সময় নির্ধারণ করা হয় ১ ঘণ্টা। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে আন্তজাতিক কাস্টমস দিবসের টি-শার্ট এবং খাবার বিতরণ করা হয়।
বেনাপোল কাস্টমস এডুকেশন ফোরামের এ কর্মকান্ডের উদ্দেশ্য সম্পর্কে কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার কাজী মুর্শিদা খাতুন জানান, এ কর্মকান্ডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা জানতে পারবেন- আমরা কেন কর দেব? করের টাকায় কি হয়? দেশকে উন্নত করতে হলে কর দিতে হবে। দেশ প্রেম থেকে সকলকে কর দিতে হবে। তাছাড়া শিক্ষার্থীরা জানতে পারবেন বাজেট কি? বাজেটের অর্থের উৎস, এনবিআর, কাস্টমস, আয়কর, ভ্যাট, আমদানি-রফতানি, কাস্টম হাউস, বন্দর, সি অ্যান্ড এফ এজেন্ট, পণ্য খালাসের পদ্ধতি ও প্রক্রিয়া।
Discussion about this post