কামাল হোসেন বেনাপোল:২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ও পাচভূলেট ক্যাম্পের সদস্যরা ১৪ পিস সোনারবারসহ দিলিপ হাওলাদার (৩৫) কে আটক করেছে ।
১৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৮ টার সময় পুটখালী গ্রামের মসজিদ বাড়ি পোষ্ট নামক স্থানে হতে আটক করে।
আটক দিলিপ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের খিদিরাম হাবিলদার এর ছেলে।
পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার লাবলুর রহমান জানান ,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান ও পাচভূলেট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৪টি সোনারবার সহ দিলিপ কে আটক করে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল ইমরাম উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত সোনার আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত আসামী ও
সোনা বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।