বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্তের নারায়ণপুর মাঠের মধ্যে থেকে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা।
আটক ব্যাক্তি আঃ মালেক (৩২) সে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের আঃ করিমের ছেলে।
মঙ্গলবার (৩ মার্চ) রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার বলেন, দুপুর ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর গ্রামে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে অবস্থান করছে।
এমন সংবাদে হাবিলদার মোজাম্মেলের নের্তৃত্বে উক্ত স্থানে অভিযান চালিয়ে আঃ মালেক সহ ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে ।