৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ সোমবার (২৬ মার্চ) সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক জানান, টেক্সটাইল এলাকায় অগ্নিকাণ্ডের খবরে ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে মুদির দোকান, কাঠের দোকানসহ ৫টি পাঁচটি দোকান পুড়ে যায়। জানাগেছে এতে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।