একটা কথা আছে খ্যাতির বিড়ম্বনা এবং পাঠ্যপুস্তকে একটি গল্পও আছে। এই বিষয়টি হাড়ে হাড়ে টের পান জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা। তবে অভিনেত্রীদের একটু বেশিই বিড়ম্বনায় পড়তে হয়। তাই তো জনসম্মুখে বোরকা পরেই যাতায়ত করে থাকেন জনপ্রিয় অভিনেত্রীরা। কিন্তু ছবির সংবাদের উপরে যে বোরকা পরা অভিনেত্রীকে দেখতে পাচ্ছেন, তিনি বোরকা পরেও নিজেকে লুকাতে পারছিলেন না। সহকর্মীদের অনুরোধেই মুখ তাকে দেখাতে হলোই।
এই বোরকা পরা অভিনেত্রী হচ্ছেন চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। সহকর্মীদের অনুরোধেই শাবনূরকে মুখ দেখাতে হয়েছিল।
বেশ কিছুদিন আগে তিনি আরেক চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঢাকার একটি রেস্তোঁরায়।
সেই রেস্তোঁরার আড্ডায় আরো যোগ দিয়েছিলেন অভিনেতা রুবেল, খল অভিনেতা ডন, শিবা শানু প্রমুখ।
এই চলচ্চিত্র তারকাদের হঠাৎ আড্ডার ছবি ফেসবুকে আপ করেছেন নাসরিন।
বিনোদন রিপোর্ট