বোয়ালখালী প্রতিনিধিঃচট্টগ্রাম বোয়ালখালী থানাধীন ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইমাম উদ্দীনের বাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মোঃবাবুল (৪২) প্রকাশ কিরিচ বাবুল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
রোববার (১২ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি যা কাঠের বাটসহ লম্বা সাড়ে ২৯ ইঞ্চি এতে ট্রিগার বিদ্যমান, তিনটি নীল রংয়ের বন্দুকের কার্তুজ ও ৫৫ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত বাবুল পূর্ব চরণদ্বীপ মসজিদ ঘাট সংলগ্ন ইমাম উদ্দীনের বাড়ীর মোহাম্মদ মোজাফফর আহাম্মদ প্রকাশ মোজাহের এর ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল করিম বলেন, মোবাইল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এসআই সুমন কুমার দে, এসআই সুমন কান্তি দে ও এসআই আব্দুল্লাহ আল হাসান যৌথ অভিযান চালিয়ে চিহৃিত সন্ত্রাসী কিরিচ বাবুলকে তার বসতঘর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো বলেন, বোয়ালখালীবাসী সন্ত্রাস ও মাদক মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।