এতে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন এর সভাপতি কাজী নিজাম মাইজভাণ্ডারী, ৬নং পোপাদিয়া আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন এর সভাপতি মাওলানা আব্বাস উদ্দীন মাইজভাণ্ডারী,দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি, আজকের সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে.এইচ. সামজাদ, বিজয় টিভির সাংবাদিক এস.এম. নাঈম উদ্দীন, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম মাইজভাণ্ডারী, আবুল কালাম সিকদার, আব্দুল রহিম লিটন, কধুরখীল ইউনিয়ন আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন এর সভাপতি আব্দুল করিম, বদি ফকির মাইজভাণ্ডারী, কামাল ফকির মাইজভাণ্ডারী, শায়ের মুহাম্মদ আবু নাঈম সহ বোয়ালখালী বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
র্যালী চলাকালীন সময় “ছবছে আওলা” ধ্বনিতে মুখরিত করে রেখেছেন আল্-হোসাইন ইসলামী সাংস্কৃতিক ফোরাম সহ বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন।
র্যালী শেষে ৬নং পোপাদিয়া আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন সভাপতি বলেন, রাসূল পাক (দঃ) এর আদর্শ একটি উত্তম আদর্শ। এই আদর্শ স্থানে স্থানে পৌঁছে দিতে আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ ছৈয়দ মুজিবুল বশর আল্-হাচানী, আল্-মাইজভান্ডারী ইসলামের দাওয়াত ও কোর’আন সুন্নাহর শান্তি বানী পৌঁছে দিচ্ছে। তারই লক্ষ্যে ১৬ নভেম্বর লালদিঘীর ময়দানে কোর’আন সুন্নাহর আলোকে মাইজভাণ্ডারী মাহফিল আয়োজন করেছেন। এই সম্মেলনকে সফল করা অনুরোধ জানাচ্ছি,এবং মুহাম্মদ মুরশেদ আলম মানিক মাইজভাণ্ডারী মুসলিম উম্মাহ জন্য দোয়া করে মোনাজাত করেন।
Discussion about this post